হাত বাঁধা অবস্থায় ৩ দলিত নাবালিকার মধ্যে ২ মৃত
বুধবার (১৭/০২/২০২১) উত্তর প্রদেশের উন্নাও জেলার আসোহা ব্লকের একটি গ্রামের মাঠে তিন দলিত নাবালিকাদের অজ্ঞান অবস্থায় পাওয়ার পর, দু’জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেছে। আরও একটি মেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
by সিউ প্রতিবেদক | 18 February, 2021 | 599 | Tags : Unnao Uttar Pradeh Dalit women found tied Dalit Women Chandrasekhar Azad Bhim Army Dalit women dead Dalit minors